Header Ads

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, জীবন দর্শন ও চিন্তা চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

ছাত্র ফেডারেশনের মিশর শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ডেস্ক রিপোর্টঃ
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন মিশর শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মো. শহীদুল ইসলাম শান্ত ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ খান মিলন এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সাদ্দাম খান কে সভাপতি ও হাফেজ মোহাম্মদ আরিয়ান কে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত এক বছরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন বাংলাদেশের সকল জেলা সহ জেলার অন্তর্গত উপজেলা, পৌর, কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় কমিটি গঠনের মাধ্যমে সফলতার সাথে ব্যাপকভাবে বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও কমিটি গঠনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ২০ সেপ্টেম্বর মিশর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জানান, দেশের বাইরে একের পর এক কমিটি গঠন ও তাদের পরিচালনার মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ ও চিন্তা চেতনাকে বিশ্বের দরবারে গৌরবের সাথে তুলে ধরতে সক্ষম হবো আমরা।

কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, “কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনের গঠণতান্ত্রিক নিয়মানুসারে যথাযথ ভাবে তা পালন করার চেষ্টা করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও আদর্শকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ছাত্র ফেডারেশন বাংলাদেশ যেভাবে কাজ করে যাচ্ছে আমরা তার সারথী হতে পেরে আনন্দিত । আমরা সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।“

ছাত্র ফেডারেশন বাংলাদেশ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.