সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, জীবন দর্শন ও চিন্তা চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
আমাদের সম্পর্কে
সৃজনশীল ও প্রগতিশীল চিন্তার মানুষের অপার বন্ধুত্ব আর ভালবাসায় স্নিগ্ধ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন বাংলাদেশ কোন গতানুগতিক ধারার সংগঠন নয়। ইহার প্রতিটি কার্যক্রম সৃষ্টিশীল, সেবামূলক, সমাজ গঠনে সহায়ক ও দিক নিদের্শনামূলক। অর্থাৎ ইহা একটি টেকসই রোল মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠা পেতে চায়।
এই সংগঠনের প্রধান উদ্দেশ্য হল সম্মানিত সদস্যদের মধ্যে সুন্দর সৌহার্দপূর্ণ সর্ম্পক সৃষ্টির মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সামাজিকভাবে প্রতিষ্ঠা করা এবং তার জীবন দর্শন চর্চার ক্ষেত্র তৈরিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। এই লক্ষ্যে সংগঠনটি কিছু বিশেষ ও বৈচিত্রপূর্ণ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সংগঠনের এইসব কর্মসূচি ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের মধ্যদিয়ে সংগঠনটি ভবিষ্যতে নিজেকে সমাজের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে।
কোন মন্তব্য নেই
নতুন মন্তব্যগুলি মঞ্জুরিপ্রাপ্ত নয়৷