Header Ads

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, জীবন দর্শন ও চিন্তা চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

‘শত তরুণের ভাবনায় বঙ্গবন্ধু’ শীর্ষক বই প্রকাশ করবে ছাত্র ফেডারেশন বাংলাদেশ


ডেস্ক রিপোর্ট:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে ‘শত তরুণের ভাবনায় বঙ্গবন্ধু’ নামে একটি গ্রন্থ প্রকাশ করবে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন বাংলাদেশ।

এই মর্মে তরুন ও যুবসম্প্রদায় থেকে বঙ্গবন্ধু নিয়ে লিখা আহব্বান করেছেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন বাংলাদেশ।

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শাহনেওয়াজ খান মিলন জানান, “বঙ্গবন্ধুকে নিয়ে লিখতে পারেন আপনিও। বঙ্গবন্ধুর রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সাংগঠনিক দক্ষতা, রাষ্ট্রপরিচালনা, পঁচাত্তর পরবর্তী বাংলাদেশ ও বঙ্গবন্ধুর শূন্যতা, উনবিংশ শতাব্দীর বিশ্বনেতাদের মাঝে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর আদর্শ ও ব্যক্তিত্ব, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, শিশু-কিশোর ও তারুণ্যের উন্নয়নে বঙ্গবন্ধু ইত্যাদিসহ বঙ্গবন্ধুর যে-কোনো বিষয়ে লিখতে পারেন আপনার ভাবনা।”

“লেখা দুই হাজার শব্দের ভেতর হতে হবে। চল্লিশ বছরের উপরে কেউ অংশ নিতে পারবেন না। কোনোরকম কপি বা অন্যের লেখা গ্রহণ করা হবে না।” এ তিন শর্তে লিখা আহব্বান করেন তিনি।

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, প্রতিটি জেলার অংশগ্রহণকারীদরে মধ্য থেকে সেরা দশ লেখককে পুরস্কৃত করা হবে।

লেখা পাঠানোর শেষ তারিখ ৩০শে অক্টোবর ২০১৯ ইং পর্যন্ত।


আগ্রহীরা তাদের লেখা পাঠাতে পারেন bmplsf.bangladesh@gmail.com এই ঠিকানায়। অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন, ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ খান মিলন, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। মোবাইল- ০১৭১১ ৩৮৫২৭৪

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.