যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছে ছাত্র ফেডারেশন বাংলাদেশ
ছাত্র ফেডারেশন বাংলাদেশ এর দলীয় পতাকা
ডেস্ক রিপোর্ট:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, জীবন দর্শন ও চিন্তা চেতনাকে ধারন করে বাংলাদেশ তথা সারা বিশ্বে তা ছড়িয়ে দেবার লক্ষ্যে গত এক বছর যাবৎ অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে ছাত্র ফেডারেশন বাংলাদেশ।বঙ্গবন্ধুর আদর্শিক চেতনাকে সমুন্নত রাখার পাশাপাশি স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক ও শিক্ষামূলক বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে দুর্বার এগিয়ে চলেছে ছাত্র ফেডারেশন বাংলাদেশ।
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের সম্মানিত চেয়ারম্যান ডা এস এম বাদশা মিয়ার সুচিন্তিত দিকনির্দেশনায় এবং ছাত্র ফেডারেশন বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সভাপতি শহীদুল ইসলাম শান্ত ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ খান মিলনের দক্ষ নেতৃত্বে বাংলাদেশের ৬৪টি জেলা, প্রতিটি জেলার অন্তর্গত বিভিন্ন উপজেলা, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের ২০টি'র আধিক দেশে কমিটি গঠন করে নিজস্ব গঠণতন্ত্র অনুসারে কার্যক্রম পরিচালিত হচ্ছে এ সংগঠনটির।
ছাত্র ফেডারেশন বাংলাদেশ এর গঠনতন্ত্রে যেসকল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়েছে সেগুলো হল:
(১) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা বিনির্মানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা গ্রহণ।
(২) বঙ্গবন্ধুর ব্যক্তি জীবন, রাজনৈতিক জীবন ও কর্ম জীবনের দর্শন বিষয়ক গবেষণা ও প্রকাশনার মাধ্যমে সংগঠনের তরুণ সদস্যগণকে সৃজনশীল ও গণমূখী করে গড়ে তোলা।
(৩) পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু পাঠাগার স্থাপনের মাধ্যমে সাধারণ জনগণকে বিশেষভাবে তরুণদের উদ্বুদ্ধ করে সোনার বাংলা গড়ে তোলার ব্রত নিয়ে সম্মিলিত ভাবে কাজ করা।
(৪) দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ আওয়ামীলীগের সহায়ক ভূমিকা পালনকারী সহযোগী সংগঠন হিসেবে কাজ করা।
(৫) দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্ম জীবনের ঐতিহাসিক ও স্মৃতিময় দিনগুলি যথাযোগ্য মর্যাদায় পালন/উদযাপন করা।
(৬) বঙ্গবন্ধুর জীবনী এবং মুক্তিযুদ্ধ ও স্বাধিনতার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষন ও প্রচারের লক্ষ্যে পর্যায়ক্রমে দেশের স্কুল কলেজে স্বল্প পরিসরে পাঠাগার স্থাপন করা ।
(৭) বঙ্গবন্ধুর জীবন ও দর্শন বিষয়ে অনলাইন ভিত্তিক গবেষণা এবং চর্চা।
(৮) এই সংগঠনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, স্থানীয় প্রশাসন, দেশী-বিদেশী সাহায্য সংস্থা, স্থানীয় জনগণ এবং সদস্যদের আর্থিক সহায়তায় বিভিন্ন গঠনমূলক প্রকল্প/কর্মসূচি বাস্তবায়ন করা।
(৯) সংগঠনের সদস্যগণকে সংগঠনের নীতি ও আদর্শ বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ এবং পারস্পারিক সহযোগীতার মাধ্যমে লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ।
কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শাহনেওয়াজ খান মিলন জানান, "এ সংগঠনের প্রতিটি নেতাকর্মী ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে, ব্যক্তিগত চাওয়া পাওয়াকে পেছনে ফেলে, নিজ অর্থ ব্যয় করে যিনি এই মহৎ লক্ষ্য পূরণের ব্রত নিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। উপরন্তু বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কর্মকান্ডের মাধ্যমে আমাদের এ সংগঠন ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। যা আমাদের প্রাপ্তির জায়গা পরিপূর্ণ করেছে। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা সমৃদ্ধ তরুণ প্রজন্ম গড়ে তুলতে আমরা ছাত্র ফেডারেশন বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।"
তিনি আরো ধন্যবাদ জানান কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ উজ্জ্বল ও সৈয়দ রাকিব হাসান সহ সকল নেতাকর্মীদের, যাদের একাগ্রতা ও নিরলস পরিশ্রমের ফলে সংগঠনটি তার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছে।
কোন মন্তব্য নেই